ম্যাটল্যাব পরিচিতি


ম্যাটল্যাব হচ্ছে প্রকৌশল এবং বৈজ্ঞানিক নানা ক্ষেত্রে গাণিতিক হিসাব করার একটা সফটওয়ার। MATLAB এর অর্থ হচ্ছে MATRIX LABORATORY. এটা মূলত ম্যাট্রিক্স এর হিসাব নিকাশ করার টুল। MathWorks, Inc এর জন লিটল(John Little) এবং ক্লিভ মোলার (Cleve Moler) এটা ডেভেলপ করেছিলেন। MATLAB আসলে লেখা হয়েছিলো ম্যাট্রিক্স সংক্রান্ত হিসেবের LINPACK এবং EISPACK এই দুটি সফটওয়্যার প্যাকেজের সহজ ব্যবহারের জন্য।
MATLAB হলো একটা হাই লেভেল ল্যাংগুয়েজ যার বেসিক ডেটা টাইপ হচ্ছে ম্যাট্রিক্স যার আকৃতি নির্ধারণ করার প্রয়োজন হয় না । অন্য হাই লেভেল ল্যাংগুয়েজের মত(যেমনঃ সি , ফরটান) এটাকে কম্পাইল, লিঙ্কিং করতে হয় না। এতে সঠিক ফল দ্রুত আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.