Angular প্রোজেক্ট শুরু করবেন যেভাবেঃ Angular ইনস্টলেশন / এনভারনমেন্ট সেটাপ

শুরু করতে যা লাগবে

  • নোড ডট জেএস (Node.js)
  • নোড প্যাকেজ ম্যানেজার (NPM) 
Angular 6 নিয়ে কাজ করার জন্য Node.js এর 8.x ভার্সন বা এর থেকে নতুন কোনো ভার্সন এবং npm 5.x বা এর থেকে নতুন কোনো ভার্সন হলেই চলবে । node -v এবং npm -v কমান্ডের মাধ্যমে দুইটার ইনস্টল করা ভার্সন ভেরিফাই করে নিতে পারবেন । আর যদি না করা থাকে তাহলে এই লিঙ্ক থেকে ঘুরে আসুন ।

Angular CLI দিয়ে Angular ইনস্টল

Angular CLI ( Angular Command Line Interface) দিয়ে Angular ইনস্টল করার পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সহজ । এজন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুন
$ npm install -g @angular/cli এখানে -g অপশনটা ব্যবহার করা হয়েছে গ্লোবাল ইনস্টলের জন্য।
ইনস্টল হয়ে গেলে ng কমান্ডের মাধ্যমে আমরা Angular CLI ব্যবহার করতে পারবো । ইনস্টল করা Angular এর ভার্সন চেক করতে নিচের কমান্ড লিখুন ।
$ ng -v

নতুন প্রজেক্ট তৈরি

নতুন প্রজেক্ট তৈরি করার জন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুন
$ ng new my-app এর ফলে দরকারী নোড প্যাকেজসহ ডিফল্ট একটা Angular অ্যাপ তৈরি হবে । কমান্ড রান হতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে।

 Angular অ্যাপ চালু করা

প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে অ্যাপ্লিকেশনটি চালু করতে নিচের কমান্ড লিখুন ।
$ cd my-app $ ng serve --open ng serve কমান্ড দিয়ে সার্ভার চালু হয় এবং প্রজেক্ট ফাইলে কোনো পরিবর্তন করলে প্রজেক্ট রি-বিল্ড করে ।
--open বা --o অপশন দিলে ব্রাউজারে সয়ংক্রিয়ভাবে http://localhost:4200/. অ্যাড্রেসটি খুলে যায় ।


Angular ইনস্টলের কাজ শেষ , এখন এটা দিয়ে অ্যাপ্লিকেশন বানানোর কাজ শুরু করা যাবে ।
This is the most recent post.
পুরাতন পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.