শুরু করতে যা লাগবে
- নোড ডট জেএস (Node.js)
- নোড প্যাকেজ ম্যানেজার (NPM)
node -v
এবং npm -v
কমান্ডের মাধ্যমে দুইটার ইনস্টল করা ভার্সন ভেরিফাই করে নিতে পারবেন । আর যদি না করা থাকে তাহলে এই লিঙ্ক থেকে ঘুরে আসুন ।
Angular CLI দিয়ে Angular ইনস্টল
Angular CLI ( Angular Command Line Interface) দিয়ে Angular ইনস্টল করার পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সহজ । এজন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুন$ npm install -g @angular/cli
এখানে -g
অপশনটা ব্যবহার করা হয়েছে গ্লোবাল ইনস্টলের জন্য। ইনস্টল হয়ে গেলে ng কমান্ডের মাধ্যমে আমরা Angular CLI ব্যবহার করতে পারবো । ইনস্টল করা Angular এর ভার্সন চেক করতে নিচের কমান্ড লিখুন ।
$ ng -v
নতুন প্রজেক্ট তৈরি
নতুন প্রজেক্ট তৈরি করার জন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুন$ ng new my-app
এর ফলে দরকারী নোড প্যাকেজসহ ডিফল্ট একটা Angular অ্যাপ তৈরি হবে । কমান্ড রান হতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। Angular অ্যাপ চালু করা
প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে অ্যাপ্লিকেশনটি চালু করতে নিচের কমান্ড লিখুন ।$ cd my-app
$ ng serve --open
ng serve
কমান্ড দিয়ে সার্ভার চালু হয় এবং প্রজেক্ট ফাইলে কোনো পরিবর্তন করলে প্রজেক্ট রি-বিল্ড করে ।--open
বা --o
অপশন দিলে ব্রাউজারে সয়ংক্রিয়ভাবে http://localhost:4200/
. অ্যাড্রেসটি খুলে যায় ।Angular ইনস্টলের কাজ শেষ , এখন এটা দিয়ে অ্যাপ্লিকেশন বানানোর কাজ শুরু করা যাবে ।
একটি মন্তব্য পোস্ট করুন