অজান্তা


মন সে তো জানেনা ,
পৃথিবীর এই যে নিয়ম ,
স্বার্থের আজব লেনাদেনা ।
মনের কোণে বিন্দু বিন্দু হতাশার মেলা ,
রাত্রিদুপুর অশ্রুজলের খেলা ।

চেনা জগৎ ক্ষণিকেই বড় অচেনা ,
তবু মনের আকাশে স্বপ্নের মেঘের আনাগোনা ।

আমার সুখে ভেসে যাক দুঃখ,ব্যথা , ভুল,
ব্যথার ঝরেই জেগেই উঠুক অনুভবের ফুল।
লেবেল:

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.