উবুন্টুতে নোড জেএস (Node.js) এবং নোড প্যাকেজ ম্যানেজার (NPM) ইনস্টল করার পদ্ধতি


উবুন্টুতে নোড (Node) এবং নোড প্যাকেজ ম্যানেজার (NPM) ইনস্টল করার অনেকগুলো পদ্ধতি রয়েছে । এই পোস্টে আমরা Tarball থেকে ইনস্টল করার পদ্ধতি দেখব ।

প্রথম ধাপঃ নোড জেএস (Node.js) ইনস্টল করার আগে দরকারী প্যাকেজ ইনস্টল করে নিতে হবে । টার্মিনালে নিচের কোডগুলো লিখুন ।
$ sudo apt-get install curl python-software-properties
দ্বিতীয় ধাপঃ নোড জেএস (Node.js) বাইনারী ডাউনলোড করতে হবে । টার্মিনালে নিচের কোডগুলো লিখুন।
$ VERSION=v10.3.0 $ DISTRO=linux-x64 $ wget https://nodejs.org/dist/$VERSION/node-$VERSION-$DISTRO.tar.xz $ sudo mkdir /usr/local/lib/nodejs $ sudo tar -xJvf node-$VERSION-$DISTRO.tar.xz -C /usr/local/lib/nodejs $ sudo mv /usr/local/lib/nodejs/node-$VERSION-$DISTRO /usr/local/lib/nodejs/node-$VERSION
এখানে VERSION ভেরিয়েবলের মান আপনি যে ভার্সন ইনস্টল করতে চান , সে অনু্যায়ী লিখবেন ।

তৃতীয় ধাপঃ এখন এনভারনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে , এজন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো লিখুন।
$ sudo gedit /etc/profile.d/nodejs-env.sh
Gedit টেক্সট এডিটরে ফাইলটা ওপেন হবে । ফাইলে নিচের অংশটুকু লিখুন।
# Nodejs export NODEJS_HOME=/usr/local/lib/nodejs/node-v10.3.0/bin export PATH=$NODEJS_HOME:$PATH
এখানে v10.3.0 এর যায়গায় আপনি যদি অন্য কোনো ভার্সন ইনস্টল করে থাকেন তবে যে ভার্সন ইনস্টল করেছেন সেই ভার্সন লিখবেন । ফাইলটা সেইভ করুন ।

চতুর্থ ধাপঃ টার্মিনালে node -v লিখে এন্টার দিন । নোড জেএস (Node.js) এর ভার্সন দেখাবে ।
নোড প্যাকেজ ম্যানেজার (NPM) এর ভার্সন চেক করতে npm -v লিখে এন্টার দিন ।
এভাবে নোড জেএস (Node.js) এবং নোড প্যাকেজ ম্যানেজার (NPM) ইনস্টল ভেরিফাই করে নিতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.