উবুন্টুতে পোস্টম্যান ( POSTMAN ) ইন্সটল করার পদ্ধতি


পোস্টম্যান ( POSTMAN ) হচ্ছে REST API টেস্ট করার সবচেয়ে জনপ্রিয় টুলস গুলোর মধ্যে অন্যতম । এই পোস্টে কিভাবে আপনার উবুন্টু অপারেটিং সিস্টেমে পোস্টম্যান ( POSTMAN ) ইন্সটল করবেন তা বিস্তারিত দেখানো হয়েছে ।

প্রথম ধাপঃ প্রথমে উবুন্টু টার্মিনাল ওপেন করুন ।

দ্বিতীয় ধাপঃ টার্মিনালে নিচের কোড গুলো লিখে এন্টার দিন । ভুল এড়াতে কপি পেস্ট করতে পারেন ।
$ wget https://dl.pstmn.io/download/latest/linux64 -O postman.tar.gz $ sudo tar -xzf postman.tar.gz -C /opt $ sudo ln -s /opt/Postman/Postman /usr/bin/postman
নিচে স্ক্রীনশট দেখুন



এর মাধমে পোস্টম্যান ( POSTMAN )  ইন্সটল হয়ে যাবে ।

টার্মিনালে postman লিখে এন্টার দিলে পোস্টম্যান ( POSTMAN ) উইন্ডো চলে আসবে।

তৃতীয় ধাপঃ উইনিটি লঞ্চারে আইকন যুক্ত করার জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো লিখুন ।

$ cat > ~/.local/share/applications/postman.desktop <<EOL [Desktop Entry] Encoding=UTF-8 Name=Postman Exec=postman Icon=/opt/Postman/resources/app/assets/icon.png Terminal=false Type=Application Categories=Development; EOL
নিচে স্ক্রীনশটি দেখুন ।


সবকিছু প্রস্তুত । এখন আপনি পোস্টম্যান ( POSTMAN ) ব্যবহার করতে পারবেন ।



একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.