কম্পোজার (Composer) হচ্ছে পিএইচপির জন্য ডিপেন্ডেন্সী ম্যানেজার । কম্পোজার ব্যবহার করে আমরা খুব সহজেই পিএচপির বিভিন্ন লাইব্রেরী / ফ্রেমওয়ার্ক ইন্সটল করতে পারি । পিএইচপি নেমস্পেস অটোলডিং সহ বিভিন্ন কাজে কম্পোজার ব্যবহার করা হয়ে থাকে ।
এই পোস্টে আমরা দেখব , কিভাবে উবুন্টু অপারেটঅপারেটং সিস্টেমে কম্পোজার (Composer) ইনস্টল করতে হয় ।
প্রথমে টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলো লিখুন ।
$ curl -sS https://getcomposer.org/installer | php # installing composer
$ sudo mv composer.phar /usr/local/bin/composer # move composer globally
এভাবে কম্পোজার (Composer) ইনস্টল হয়ে যাবে ।
এখন আমাদের ভেরিফাই করতে হবে যে কম্পোজার ইন্সটল হয়েছে কিনা । টার্মিনালে composer লিখে এন্টার দিতে হবে ।
$ # now we have to verify if composer is working
$ composer
নিচে স্ক্রীনশট দেখলে সবকিছু বুঝতে পারবেন ।
একটি মন্তব্য পোস্ট করুন