কিছু চাওয়া

জীবনটাকে সবসময়ই হাল্কাভাবে নিয়েছি
ছন্নছাড়া এই এই আমি জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছি
পথে যেতে প্রাপ্তির কোনো অঙ্ক কষেনি আমার যত চাওয়া
পেয়েছি অনেক তবু অনেক কিছু হয়নি আমার পাওয়া।
আমি আকাশ দেখে হাসিনি
সাগরের নীলে ভাসিনি
পাহাড়চূড়ায় উঠে কখনো দেখিনি দিগন্তকে
ব্যস্ততার মাঝে দেইনি সময় এই আমি নিজেকে

কারো হাতে রাখিনি হাত চোখেতে রাখিনি চোখ
আমার এ ঠোট পায়নি ঠোটের ছোঁয়া
মোর হৃদয়ে বয়ে যায়নি কখনো ফাগুনের দখিন হাওয়া
ঘাসের চাদরে শুয়ে একা
ভাবি শুধু কবে পাবো স্বপনচারিনীর দেখা
জীবনে কখন আসবে সেই ক্ষণ
প্রীতি আর ভালবাসায় শীতল হবে এই মন ।


লেবেল:
নবীনতর পোস্ট
This is the last post.

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.