মাল্টিসিম টিউটোরিয়াল লেসন ২ Multisim Tutorial Lesson 2 মোঃ মনিরুল আলম ৩:৫২:০০ PM A+ A- Print Email মাল্টিসিম টিউটোরিয়াল লেসন ২ Multisim Tutorial Lesson 2 টিউটোরিয়াল এর এই লেসনটিতে কিভাবে মাল্টিসিম ইন্সটল করতে হয় তা দেখানো হয়েছে। এই লেসনটিতে নিচের সার্কিট ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে । Multisim Bangla Tutorial - মাল্টিসিম বাংলা টিউটোরিয়াল মূলপাতায় যান পূর্বের লেসন পরবর্তী লেসন লেবেল: ইলেক্ট্রনিক্স, মাল্টিসিম, সার্কিট সিমুলেশন মোঃ মনিরুল আলম Facebook Twitter Google+ আমি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের একজন ছাত্র , পাশাপাশি ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি বিগত কয়েক বছর ধরে । কম্পিউটার প্রোগ্রামিংসহ নানা বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে । অবসর পেলেই লিখি এই ব্লগে ।
একটি মন্তব্য পোস্ট করুন