আলো চাই


বিবর্ণ, বিষন্ন প্রতিটা বিকাল -

অস্তমিত সুর্যের সাথে বারবার নিমজ্জিত হই হতাশায় ,

হতাশার আকাশ হয় না  সজ্জিত  তারায় ,

রাত্রি শেষে আসে না আলোভরা সকাল ।


ঠেলে শত হতাশা , মনে যেন জেগে ওঠে শত আশা ।

জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই ,
সুন্দর , সুনির্মল আলো চাই , আলো চাই ।

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook][blogger]

Author Name

{picture#https://8.lithi.io/Nqkrg7.jpg} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#http://fb.com/olikhitokabbo}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.