বিবর্ণ, বিষন্ন প্রতিটা বিকাল -
অস্তমিত সুর্যের সাথে বারবার নিমজ্জিত হই হতাশায় ,
হতাশার আকাশ হয় না সজ্জিত তারায় ,
রাত্রি শেষে আসে না আলোভরা সকাল ।
ঠেলে শত হতাশা , মনে যেন জেগে ওঠে শত আশা ।
জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই ,
সুন্দর , সুনির্মল আলো চাই , আলো চাই ।